STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

4  

Manik Goswami

Classics Inspirational

উদ্যম

উদ্যম

1 min
304

Prompt-19

উদ্যম

মানিক চন্দ্র গোস্বামী


রহিবে না কেহ চিরকাল বাঁচি

এই ধরণীর 'পরে,

বিলীন হবে আত্মমার্গে

ক্ষণেক হেথায় ঘুরে।

আনন্দ লোকের বিচ্ছুরণে

পুলকিত ধরণীকে,

উপকার করে, সুখ আনে ঘরে,

কল্প চিত্র আঁকে।

উচ্ছ্বাস করে, উল্লাসে মাতে,

ছুটে চলে দিবানিশি;

বেঁধে নিয়ে বুকে, শত মনোব্যথা,

বাতাসে মেলায় হাসি।

দেহ একদিন, হয়ে যাবে লীন;

চলে যাবে হেথা হতে,

জীবন প্রমান চিত্রে রহিবে,

প্রজন্ম রাখিবে গেঁথে।

জীবন কাহারো বড় নয় মোটে,

বড় তার কৃত কাজ,

ভালো কাজের মূল্য দেবে যে

ভবিষ্যতের সমাজ।

তোমার দেখানো সুন্দর পথে

উন্নতির পাবে দিশা,

অগ্রগতির মূল্যায়নে হোক

জাতির গঠন পেশা।

অতীত আদর্শ স্মরণ করিয়া

আপন চিন্তা ধারায়,

ভবিষ্যতের সমৃদ্ধি তরে

বর্তমানে মানো সহায়।


Rate this content
Log in

Similar bengali poem from Classics