STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

4  

Manik Goswami

Classics Inspirational

স্রোতের বিপরীতে

স্রোতের বিপরীতে

1 min
298

Prompy-29

স্রোতের বিপরীতে

মানিক চন্দ্র গোস্বামী


খেয়ার তরী বাইচে মাঝি শক্ত দাঁড়ের টানে,

তির তির ছোট্ট নদী বইছে আপন মনে।

ভাটিয়ালি গানে সুর টেনে মাঝি এগোয় নৌকাটিরে,

সওয়ারী এক গাঁয়ের বধূ, যাবে সে ওই পাড়ে।

'ও মাঝি ভাই', বধূ বলে, 'বেয়ে চলো ত্বরা করে,

ঘন কালো মেঘ জমেছে সারা আকাশ জুড়ে'।

হাওয়ার তেজে উঠলে তুফান, নৌকা হারাবে দিক,

ভীত যাত্রীর আর্তিতে মাঝি, নিজেরে জানায় ধিক।

শক্তি জোরে পারছে না কেন, বাইতে আরো জোরে,

বয়সটা বুঝি বেড়েছে অনেক, জীবন নদীর তীরে।

সময় কালে সবল হাতে স্রোতের বিপরীতে,

অনায়াসে বাইতো নাও টি , গ্রীষ্ম কিংবা শীতে।

এমন কষ্ট হয়নি সেদিন, আজ পারে না আর,

শরীরের তেজ কমলেও তবু, আছে অভাবের সংসার।

সারাদিন ধরে খেয়া পার করে, যেটুকু অর্থ আসে,

সংসারটা চলে যায় ঠিক, দিন কাটে অনায়াসে।

বাঁচতে তো চায়, এই দুনিয়ায়, সবাই নিজের মতো,

শরীরের শক্তি উজাড় করেও, জুড়াবে ভয়ের ক্ষত। 



Rate this content
Log in

Similar bengali poem from Classics