পাখি
পাখি
তারা পরিজায়ি এসেছে অন্য দেশ থেকে,
এসেছে ক্ষণ সময়ের জন্য।
হৃদয়ে জায়গা করেছে অনন্য। মানুষ বাঁচে মনুষ্যত্বে,
পাখিরা বাঁচে দুন্দর পরিবেশে।
তারা পরিজায়ি হলেও,
শিখিয়েছে তারা অন্যের প্রতি ভালোবাসা।
তারা পরিজায়ি পাখি, তাঁরা আমাদের অথিতি।
তাঁরা মুক্ত স্বাধীন মনের আনন্দে উড়ে বেড়ায়,
এ দেশ থেকে স্বদেশ,
স্বদেশ থকে বিদেশ।
বন্দি শালায় আটে থাকতে তাঁরা চায় না।
ক্ষণ সময়ের জন্য আসলেও,
আমাদের মনে জায়গা করেছে অনন্য।।
তাঁরা অহংকার অনুপ্রেরনা শিখিয়েছে কীভাবে করতে হয় জীবন যুদ্ধ??
আসুক না ঝড়, আসুক না বৃষ্টি,
আসুক না ভয়াবহ বেরি।।
জয় করেছে তাঁরা সম সমস্যা। আজ ভয় পায়না তাঁরা।
তাঁরা ভয়কে জয় করতে যানে।
তাঁরা ক্ষণ সময়ের জন্য আসলেও, আমাদের মনে হৃদয়ে জায়গা করেছে অনন্য...।।
