তোমায় ভালোবেসে
তোমায় ভালোবেসে
আমি তোমায় ভালোবেসে হতে পারি সর্বহারা
তোমায় ভালোবেসে হতে পারি এক নিষ্প পাপ।,
মায়ের কলে থাকা নবজাতক।
তোমায় ভালোবেসে হতে পারি,
পাগল উম্মাদ আর উত্তপ্ত।
আমি তোমায় ভালোবেসে হতে পারি ভালো ছেলে।
আবার হতে পারি শান্ত,
সময়ে পরিক্রমায় হতে পারি ভীম।
হতে পারি কবি জীবনান্দ আর,,
সুনীল গঙ্গো পাধ্যায়।।
যদি পাই তোমার ভালোবাসার ছোঁয়া।।

