STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

4  

Manik Goswami

Classics Inspirational

মনের মতো ঘর

মনের মতো ঘর

1 min
401

Week-31

মনের মতো ঘর 

মানিক চন্দ্র গোস্বামী 


যেদিন তুমি এলে আমার পাশে,

ছেড়ে দিয়ে নিজের চেনা ঘর,

একটা ভাবনা বাড়ালো মনের আশে,

আমাদের হবে মনের মতো ঘর। 


খোলা জানালায় আকাশ যাবে দেখা,

দেখতে পাবো দিগন্তে রবির লুকোচুরি,

রাতের আঁধার তারার দীপ্তি মাখা,

জোৎস্নালোকে নিশীথের গর্ব চূর্ণ করি। 


পাখির ডাকে ঘুম ভাঙবে ভোরে,

দিনের আলোর উজ্জ্বলতায় পৃথিবী প্রাণময়,

স্বপ্ন ভাসবে সাদা মেঘের ভিড়ে,

সন্ধ্যাকালে শীতল বাতাস রইবে মোহময়।


ইচ্ছেমতো ঘর সাজাবো নিজের কল্পনায়,

ফুলদানিটা ভরিয়ে দেব রঙবাহারি ফুলে, 

সুগন্ধ তার আকাশ বাতাস ছায়,

ভালোবাসার ছোঁয়াতে হৃদয় উঠবে দুলে। 


তোমার আমার বাসনা পূর্ণ হবে,

একদিন ঠিক আমাদের ঘরে যাবো;

মনের মাঝে জয়ের হাসি রবে,

মাথার 'পরে একখানি ছাদ পাবো। 



Rate this content
Log in

Similar bengali poem from Classics