STORYMIRROR

Nikhil Mitra Thakur

Inspirational

4  

Nikhil Mitra Thakur

Inspirational

জীবন্মুক্তি

জীবন্মুক্তি

1 min
344

সোনার পাখি পড়ে লোহার বেরি আছে খাঁচায়,

মুক্ত আকাশে পাখি সদাই উড়তে চায়,

কর্মের বেরি পিছে পিছে ধায়,

পাখি উড়তে নাহি পায়

শুধু ডানা ঝাপটায়

বড়ো নিরুপায়

হায়

তাই

করো ভক্তি

রাখো ধর্মে মতি

থাক সেবার পিছে যুক্তি

তুমি হবে অন্তরে মুক্ত থাকা শুক্তি

পাবে জীবন থাকতে মায়ার সংসার থেকে মুক্তি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational