জীবন্মুক্তি
জীবন্মুক্তি
সোনার পাখি পড়ে লোহার বেরি আছে খাঁচায়,
মুক্ত আকাশে পাখি সদাই উড়তে চায়,
কর্মের বেরি পিছে পিছে ধায়,
পাখি উড়তে নাহি পায়
শুধু ডানা ঝাপটায়
বড়ো নিরুপায়
হায়
তাই
করো ভক্তি
রাখো ধর্মে মতি
থাক সেবার পিছে যুক্তি
তুমি হবে অন্তরে মুক্ত থাকা শুক্তি
পাবে জীবন থাকতে মায়ার সংসার থেকে মুক্তি।
