প্রথম প্রেম
প্রথম প্রেম
প্রথম প্রেম ঘাসের উপর শিশিরের মত স্বচ্ছ,
প্রথম প্রেম রামধনুর মত সাতটি রঙের গল্প।
প্রথম প্রেম হৃদয়ে জাগা অনুরাগের তরঙ্গ,
প্রথম প্রেম মন কে ছোয়ার প্রথম অনুভূতির স্পর্শ।
প্রথম প্রেম সাদা প্রাণে লাল রঙের ছোঁয়া,
প্রথম প্রেম মিষ্টি হাসির মধ্য দিয়ে চোখে চোখে খেলা।
প্রথম প্রেম হাওয়ায় ওড়া কালো চুলের মেলা,
প্রথম প্রেম সব কিছুর মধ্যে তাকে খুঁজে পাওয়া।

