প্রথম ভালবাসা
প্রথম ভালবাসা


কলকাতার প্রতিটি গলিই যেন ভালবাসার ঠিকানা।
শুনেছি ভালবাসার নাকি কোন ঋতু হয়না।
আমার কিন্তু একটা ঋতু আছে—বর্ষা।
বাদলা আকাশের নিচে, প্রথম দেখেছিলাম তাকে।
এলোকেশী চুলে, যেমন ময়ূর পেখম মেলে,
এসেছিল সে কালবৈশাখীর পূর্বাভাস নিয়ে।
বজ্রমুষ্টি, মুখে বিপ্লবের বাণী,
ছাত্র আন্দোলনের নেত্রী সে যেন বীর মাতঙ্গিনী।
আর, ভালোবাসার কাঙাল আমি,
দেখেছিলাম তারে মুগ্ধ নয়নে,
আমার ভালোবাসার মানুষটিকে।