STORYMIRROR

Avijit Roy

Others

4.3  

Avijit Roy

Others

সেরে ওঠো পৃথিবী

সেরে ওঠো পৃথিবী

1 min
324



পায়ের তলার সরষে ছিল যত, 

ভীড়েছে তারা আজ চোখের ‘পরে,

দিগন্তহীন ডাকটিকিট হৃদয়টা তবুও,

গরাদ ধরে নারাজ আজি অমল হতে।

মাস্ক মুখোশে ফিরেছে আজ সাম্যবাদীর গান,

জীবন যুদ্ধে দামামার সুরে মিলন মহান।

প্রেমিকের শূন্য আলিঙ্গন, শূন্য স্তনে মাতৃকোল,

ফিরবে কি তারা অন্য বেশে খুঁজে পৃথিবীর কোল?

থিতিয়ে পড়া জনজীবন স্ফুলিঙ্গ ঠাসা,

চায়ের কাপের ঝড়টা যে এখনো যে অধরা।

মহামারী? সে তো অতিথি নয় কখনো,

অনাহারের বিদীতে লাশ কি তুমি দেখোনি?

কঙ্কালসার চালে জমাট মেঘে সিঁদুরে ভয় ঠাসা,

মৃত্যুর দূত জোনাকি সম, ঘরের কোনেতে বাসা।

তবু ভালো হয়ে ওঠো পৃথিবী, হারতে যে এখনো বাকি,

আমি যে শূন্য গলিতে উন্মত্ত ময়ূরের রঙিন পেখম দেখি।

আঁধার পেরিয়ে পূবের সূর্য এখনো জেগে রয়,

রানার এখনো নিভৃত পরানে ভোরের বার্তা বয়।

। 



Rate this content
Log in