STORYMIRROR

Avijit Roy

Fantasy

1  

Avijit Roy

Fantasy

টেডি বিয়ার, তোমার উপহার

টেডি বিয়ার, তোমার উপহার

1 min
447


ফেব্রুয়ারি যেন ভালবাসার মাস,

বসন্তের আগমনে বাঁধন হারা মন।

তখন আমার মন জুড়ে জ্বর,

অভিমানের পারদ চড়েছে একশ পাঁচ।

সে যে আসবে বলেছিল শীতের শেষে,

ঝরাপাতার মরশুমে।

আমি যখন অপেক্ষায় বসে জানালায়,

সাদা মেঘ দেখি, চোখে নিয়ে বর্ষা,

তুমি এলে দুয়ার দিয়ে হিমেল বাতাসের মত।

তোমার পরশে যখন উদ্ভাসিত মন,

বাড়িয়ে দিলে তুমি আমায় সে উপহার,

রক্তিম বর্নের একটি টেডি বিয়ার।

১০ই ফেব্রুয়ারি, মনে ছিল তারিখটা আমার।

আজ তুমি অনেক দূরে অন্য কারো সাথে,

আমি এখনো স্মৃতি আগলে যখের ধন এর মত,

পথ চেয়ে আছি তোমার অপেক্ষায়,

আজ যে আবার ১০ ফেব্রুয়ারি।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy