STORYMIRROR

Avijit Roy

Romance

2  

Avijit Roy

Romance

মিষ্টি ভালোবাসা

মিষ্টি ভালোবাসা

1 min
1.2K

     মিষ্টি ভালোবাসা


আমার সেবার প্রথম শাড়ি, 

হিল পায়ে আমি তখন পাঁচ ফুট এক।

বারিন বলেছিল “সামলে রাখিস নিজেকে”,

“বারে আমার আবার কিসের ভয়?”

“ভালোবাসার কাঙাল ঘোরে চারপাশে।“

বলেছিল সে মুচকি হেসে।

বসন্তের পলাশ যখন লজ্জায় রাঙা,

আমার মন তখন এক টুকরো শান্তিনিকেতন।

কলেজ পেড়িয়ে প্রথম গলির মোড়ে,

বারিন ছিল দাঁড়িয়ে সাঁঝের পাখির মত।

অবাক করে আমায় বাড়িয়ে দিল সে,

রক্তিম কাগজ মোড়া এক উপহার মোর হাতে।

আমার প্রশ্নাতুর নয়নের দিকে চেয়ে

বললে সে, আজ যে চকলেট ডে,

মিষ্টি দিয়েই যে ভালবাসার শুরু হয়।”



Rate this content
Log in

Similar bengali poem from Romance