ভ্যালেন্টাইন ডে
ভ্যালেন্টাইন ডে
কতবার প্রশ্নটা শুনেছি মুক্তার মুখে,
“কতটা ভালোবাসো তুমি আমাকে?”
মাপকাঠিহীন সীমা খুঁজেছি আমি,
ভেবেছি নতুন কোন চোখে দেখবো তাকে,
নতুন করে হব মুগ্ধ, আর
আমার ওষ্ঠে উপচে আসবে তার প্রশ্নের জবাব।
আজ ১৪ ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে,
মুক্তা এখন আর সেই প্রশ্নটা করে না।
উত্তর না পেয়ে হতাশায় আজ ছবিতে সে মৌন,
কিন্তু আজ যে আমার কাছে তার উত্তর আছে।
“আকাশের মতো ভালোবাসি তোমায়”,
কতবার চেয়েছি বলতে চিৎকার করে।
মুক্তা আজ আমার চেয়ে অনেক দূরে,
নিয়ম করে এখনো আসে ১৪ ই ফেব্রুয়ারি,
আমার চোখের জলে ভেসে ওঠে কত স্মৃতি,
হয়তো আবার আমাদের সাক্ষাৎ হবে এই ভুবনের পারে,
যেখানে প্রতিটি দিনই হবে শুধুই ভালোবাসার দিন।