STORYMIRROR

Avijit Roy

Romance

3  

Avijit Roy

Romance

ভালোবাসার প্রস্তাব

ভালোবাসার প্রস্তাব

1 min
853

মেয়েটির নাম বনলতা,

বন যেমন বাঁধন হারা, কলতানে ভরা,

সেও ছিল প্রানেপূরন বিহঙ্গের মত।

খোপায় করে জুঁই এর গন্ধ নিয়ে,

যেদিন প্রথম এল ক্লাসে,

শহুরে সভ্যতা তাকে মনে হয়েছিল বেমানান।

অশ্রুসজল হয়েছিল তার চোখ।

বছর দুয়েক পর বনলতার খোঁপায় আবারো জুঁই,

কফি হাউসের ভিড়ে নিয়ম ভাঙ্গা স্তব্ধতায়,

অপেক্ষায় সে তার ভালোবাসার মানুষের।

রাতজাগা চোখগুলি তখনো রক্তাভ,

শরমের ভার বয় সকলের অলক্ষ্যে।

ভালোবাসার চিঠির সুগন্ধে তার হৃদয় জুড়ে,

ভালোবাসার প্রস্তাব শুধুই উত্তরের অপেক্ষায়। 


Rate this content
Log in

Similar bengali poem from Romance