একটি গোলাপ
একটি গোলাপ


ভালবাসা কাকে বলে,
সেতো শিখে ছিলাম তোমারই কাছে।
ফেব্রুয়ারির সপ্তম সেই দিনে,
তুমি এসেছিলে লাল একটি গোলাপ হাতে।
বলেছিলে, “ভালবাসি তোমায়, অন্তরা”।
অন্তর কেঁপে ছিল আমার, ঠকতে চাইনি আবার।
গোলাপের সেই রক্তিম রঙে,
তুমি ভাসিয়ে ছিলে আমায় আবেগে।
বাঁধন হারা বিহঙ্গের মত ডানা মেলে মন,
খুঁজেছে কাঙালের মত তোমার আলিঙ্গন।
সিঁদুরে মেঘের ভয় কাটিয়ে,
যেন মন চেয়েছে ঠকতে আবার
একটি গোলাপের বিনিময়ে।
ছিঁড়েও ফেলো যদি মোরে গোলাপের পাপড়ির মত,
আমার সত্বায় বেঁচে থাকবে তোমার সুবাস,
এই হবে তবে আমার বেঁচে থাকার সান্ত্বনা।