একটি চুম্বনের স্মৃতি
একটি চুম্বনের স্মৃতি




তুই এখনো কি আগের মতই আছিস?
আগের মতই খোঁপা করে চুল বাধিস?
তোর কি এখনো আমায় মনে পরে?
জানি আমি তোর অভ্যাস হতে পারিনি।
মনে পরে গত ফেব্রুয়ারির ১৩?
ঠোঁটের সেই স্পর্শ, শিহরনে যার
স্মৃতি কেপে ছিল না জানি আরো কতদিন।
তুইতো তখন ষোল।
মনে আছে তোর কেমন বলেছিলিস আলতো সুরে,
“ছেড়ে যাবিনা তো আমায় কখনো?”
দেখ এখনো আমি দাঁড়িয়ে সেই অশ্বত্থের নীচে, একাকিত্বে।
হিমেল বাতাস ছুঁয়ে যায় ঠোঁট,
ফিরে আসে তেরোর সেই স্মৃতি।
ভালবাসার অনুভূতি এখনো অসহায়,
শুধু তোর একটি চুম্বনের অপেক্ষায়।