STORYMIRROR

Avijit Roy

Classics

3  

Avijit Roy

Classics

আলিঙ্গন দিবস

আলিঙ্গন দিবস

1 min
514

কিছু দিবস আসে নিঃশব্দে, নিঃসঙ্গতা নিয়ে,

কোন প্রিয় আলিঙ্গনে যার আসে পূর্ণতা।

যে পরশে পরানের বাঁধ ভাঙ্গে মুহূর্তে,

বসন্তের গানে মুখরিত হয় কান,

তা ছিল তোমার আলিঙ্গনে।

তুমি যে নিয়মের তোয়াক্কা করনি কখনও,

সেই তুমি যে বলেছিলে প্রতিটি দিনই,

নিয়ে আসে আলিঙ্গনের উষ্ণতা,

১২ ই ফেব্রুয়ারিতে মনে হয়েছিল তোমায় আনরমানটিক।

হঠাৎ আমার আঁধারে তারাদের মত, 

তুমি এলে আনন্দের কূল ভেঙে।

 যে আলিঙ্গনে জড়িয়ে ছিলে মরে,

আমার অভিমানের স্তম্ভ টুটে ছিল সেথায়।

আজ ১২ ফেব্রুয়ারিতে আমি শরমেতে লাল,

তোমার আলিঙ্গন আমার সত্বায় চিরন্তন।


Rate this content
Log in

Similar bengali poem from Classics