এক ১৪ ই ফেব্রুয়ারি
এক ১৪ ই ফেব্রুয়ারি
তুমি আমায় একটা স্বপ্ন ধার দিয়েছিলে,
মনে পড়ে, সৃজা?
সেটি এখনো আমার কাছে রয়ে গেছে,
একটা চারা গাছের মত,
আমার চোখের জলে তার প্রাণ বায়ু।
১৪ ফেব্রুয়ারি সেই ভালোবাসার দিনে,
তুমি এলে সেই বৈশাখীর ঝড়ের মত।
আমার ভ্যালেন্টাইন ডে হয়েছিল রক্তাক্ত,
আমার বাসা ভেঙে ছিল তোমার সে আঘাতে।
ভালবাসার শর্ত কখনো খুঁজিনি আমি,
খুঁজেছিলাম তার প্রকৃত অর্থ।
আজ আমাদের বিচ্ছেদের পঞ্চম বার্ষিকী,
আজ আবার ১৪ ই ফেব্রুয়ারি,
আমি এখনো দাঁড়িয়ে সেই অশ্বত্থের নীচে,
ভালো থেকো তুমি তোমার পূর্ণতার জগতে,
স্মৃতিটুকু শুধু থাক আমার একান্ত আপন হয়ে।