STORYMIRROR

Nityananda Banerjee

Comedy Romance

3  

Nityananda Banerjee

Comedy Romance

প্রেম

প্রেম

1 min
196

জানিনে আজ মেঘের রাশি কোথায় গিয়ে থামবে,

সেইখানে আজ বাঁধ ভাঙা জল অশ্রু হয়ে নামবে ।

মন উচাটন চিৎ উৎরোল,

হৃদয় ভরা বক্ষ নিটোল,

আজ বুঝি সব মান অভিমান সাগর ঢেউয়ে ভাঙবে,

জানিনে মেঘ গগন ছেড়ে কোন মাটিতে থামবে ।

ভিজবে আজি পাখির পালক,

ভিজবে মাঠের রাখাল বালক,

কু- ঝিকঝিক ট্রেনের চালক ইস্টিশানেই থামবে ,

জানি সেথায় অশ্রুধারা বৃষ্টি হয়েই নামবে ।‌

ওহে অশোক ওগো সিমুল,

ওরে পলাশ করিসনে ভুল,

নড়বে না সে আর একচুল, বসন্ত দ্বার ভাঙবে,

ওইখানে সে অঝোর ধারায় বৃষ্টি হয়ে নামবে ।

ভাসবে হৃদয় বক্ষনিলয়

হাসবে মুঠোয় পুষ্পনিচয়,

শুভদৃষ্টি আর পরিনয় , ছাদনাতলায় থামবে,

ঠিক তখনই অশ্রূধারা বৃষ্টি হয়েই নামবে ।

শিশির ঝরা শারদ প্রাতে,

শিউলী দলে নিয়ে হাতে ,

নীহার ভেজা দূর্বাদলে পথ চলতে দলবে,

হয়তো সেদিন নয়ন বারি দু'চার কথা বলবে ।

মৌমাসে কোন বৈশাখী মেঘ,

তড়িৎ ছড়ায় বাড়িয়ে আবেগ,

নরম নরম গরম আবেশ বক্ষে আমার ঘামবে,

তখন জানি হৃদয়ে তোমার অশ্রুবারি নামবে ।



Rate this content
Log in

Similar bengali poem from Comedy