STORYMIRROR

Nityananda Banerjee

Comedy Romance

3  

Nityananda Banerjee

Comedy Romance

ভালোবাসা

ভালোবাসা

1 min
136

মনে পড়ে চেনা মুখখানি ;

অশ্রুতে ভরা দুই আঁখি,

না পড়া চিঠির যত গ্লানি ;

সযতনে খামে ভরে রাখি ।

আসে যবে ফাগুনের বেলা ;

ঢাকে বরষার কালো মেঘে ,

ময়ূর ময়ূরী করে খেলা ;

বুক ফেটে বাহিরায় বেগে ।

কত কথা আকুলতা ঢেকে ;

ধায় যেন বেগে নির্ঝর ,

না পড়া চিঠিতে কোত্থেকে;

শব্দেরা পাতে নিজ ঘর ।

ধূলো জমে চিঠির পাতায় ;

উড়ে নাতো কুলোর বাতাসে,

নোনাছাল যত উঠে যায় ;

লেখাগুলো তত যেন হাসে ।

জ্বালা ধরে আঁখিতে হৃদয়ে ;

উদাসী মনের কোণে কোণে,

হাসে নাকি কাঁদে পরাজয়ে ;

এই প্রাণ পলাশের বনে ।

না পড়া চিঠির কথাগুলি;

ছটফট করে দিনে রাতে ,

যক্ষের বিরহ গাথা ভুলি' ;

ছুটে যায় মেঘদূত সাথে ।



Rate this content
Log in

Similar bengali poem from Comedy