বাঙালির প্রেম
বাঙালির প্রেম
গরমে যখন সকল মানুষ ঘামে ;
কোন কোন মেঘ বর্ষা হয়ে নামে ।
দু'টি আঁখি তারা ভর্তি হয় ধোঁয়াতে ,
নামে জলধারা কালপুরুষের ছোঁয়াতে ।
দোকান বাজার পথ ঘাট যায় ভরে ,
চাপা কান্নারা বুকে কীর্তন করে ।
বসন্ত আসে একই দেশে একই অঙ্গে,
ফারাক তবু থেকে যায় কিছু বঙ্গে ।
শিমুল পলাশ অশোক ফুটলে বনে,
কিছু দ্বিধা কিছু দ্বন্দ্বও ফোটে মনে ।
হয় না যাওয়া; যাব কি যাব না ভেবে,
হয় না পাওয়া ; গেলেই তো দিতে হবে ।
আমারি মত সেও তো ভাবে এমনই ,
ক্ষীরের পুতুল কে? কে বা নয়নমণি !
গা ছাড়া ভাব যেন অভাবের দুয়ারে,
কবির স্বভাব কবিতায় ভরি উহারে ।
সঙ্গীত যেন ইঙ্গিত দেয় তাহারই ,
বাঙালির প্রেম চিংড়ি ইলিশ বাহারী।