পরচুলো
পরচুলো


এখনি পাখির বাসা থেকে ঠেলে ফেলে দেওয়া হল আমায়
পাখিরা জলজ্যান্ত খুঁটি
আমিও সংসারে আছি, হররোজ... সমান্তরাল -
কেবল পার্থক্য হল
গোপন নর্দমা জুড়ে ফেলে যাইনি হরেক জঞ্জাল।
এখনো বিশ্বাস থেকে গুঁড়ো হচ্ছে সীমান্ত সন্ত্রাস
নীরবে মগডাল বেয়ে ধেয়ে আসছে পররাষ্ট্রনীতি,
পাখিরা রেখেছে কথা...
কখনো ঠ্যালা দিয়ে বাঁচিয়ে তুলছে আমায়,
বুকে বল নিয়ে প্রতিদিন লাফিয়ে পড়ছি ইজি চেয়ারের দিকে...
ক্লান্ত হয়েছে ঢেউ
দেশের সীমানা ধুয়ে ঝেড়ে ফেলছে আঁচলের ধুলো
আমিও আবার উঠছি মগডাল বেয়ে
পাখিরা চিনবে না আর,
মাথায় ঝুলিয়ে নিচ্ছি নিঃশর্তে সস্তা পরচুলো...