পন্য-শ্রম
পন্য-শ্রম


সে তো অনেক দিন গেছে কেটে,
যখন শিকল বাঁধা কৃতদাস সব
বিকতো খোলা হাটে ----
সে হাট ছিলো, সভ্য বাবুর
কিনতো বুনো মানুষ!!
শরীর ছিলো পন্য তাদের
সাথে শিকল এবং চাবুক !
বর্তমানে ও চাবুক চলে
না হোক সে কৃতদাস,
চার দেওয়ালের কারখানাতে
জীবন হাঁসফাঁস---
বিশ্ব জুড়ে মানববাদীর
গালভরা সব বুলি,
সংগ্রামেই মুক্ত হবে নাকি,
মজুর থেকে কুলি ।
তাই যদি হয় সংগ্রাম তো
অনেক হলো দেশে,
তবুও কেন ভাত জোটে না
শ্রম-দগ্ধ দুই হাতে !!!