STORYMIRROR

Manik Goswami

Inspirational Others

3  

Manik Goswami

Inspirational Others

ফেরাও সংসার

ফেরাও সংসার

1 min
194

Prompt 29


ফেরাও সংসার

          মানিক চন্দ্র গোস্বামী


দুঃখ করে করবে কি আর,

ডুবতে বসেছে তরী;

উজাড় হয়ে গেলো সংসার,

ছড়িয়েছে মহামারী।

মরছে মানুষ লাখে লাখে,

ভয়ে কাঁপছে কোটি;

হঠাৎ এমন দুর্বিপাকে

দেখি দেবতার ভ্রূকুটি।

মনের ভেতর ভয় কি জেগেছে

হারিয়ে যাবার ভয়,

মেনে চলো সব সাবধানতায়

কেটে যাবে সংশয়। 

অবজ্ঞা বা অবহেলা নয়

নিয়ম মেনে চলো,

ক্ষুদ্র কণিকার অশেষ শক্তি

সংসারে আনে কালো।

তোমার বিবেক, তোমার চেতনা

তোমার উদার মতি;

জানিয়ে দেবে যুদ্ধ জয়ের

আগাম প্রতিশ্রুতি।

অসহায় যারা, অপেক্ষায় আছে

সমাজের করুনায়;

বাড়িয়ে দিও সহযোগী হাত

জাগিয়ো প্রত্যয়।

এই দুর্দিনে একে অন্যের

যেন লাগে উপকারে,

নিয়মের সাথে সাহসিকতার

মেলবন্ধন জোরে।

সারাদিন শত রোগীর সেবায়

যারা করে প্রাণপাত,

কোরো, সেই ডাক্তার, সেবাকর্মীর

উপদেশে কর্ণপাত। 

টিকা এসে গেছে, ওষুধও আসিবে;

ভয় কেন পাও আর,

একে অন্যের সহযোগিতায়

ফেরাও সংসার।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational