পাশ ফেল
পাশ ফেল


চলতি পথে পরীক্ষাগুলো
ভিন্ন মতে ছন্নছাড়া ,
বিচারাধারার পাশ কাটিয়ে
কখনো জেতা কখনো হারা l
খাতার ভাঁজে লাল কালির
নম্বরগুলো বাড়ে কমে ,
জীবন খাতার পাতাগুলোয়
অভিজ্ঞতার ধুলো জমে l
গন্ডি মাঝে কে পাশ আর
ফেলের মাশুল কেই বা গোণে -
সফলতার শীর্ষ গুলো
যোগ্য লোকের আসন বোনে l
আলাদা আলাদা প্রশ্নপত্র
উত্তর গুলো যে যার মতো ,
দৃষ্টিভঙ্গির ভেদ ভাবনায়
পরীক্ষা চলে রোজ নিয়ত l
বিচার করলে পাশ ফেল
সাময়িক এক অঙ্ক কষা ,
জানা জিনিস মন ফস্কে
ভুলের ভারে হারিয়ে আসা l
প্রতিযোগিতায় এগোচ্ছে কেউ ,
কেউ পিছিয়ে নিজের দোষে -
অন্তে সবাই সংখ্যা গুলোয়
পাশ ফেলের হিসাব কষে ll