পার্কে
পার্কে
বসে আছি আনমনে ঘাসের গালিচায়
স্বপ্ন ভরা দুটি চোখ কি যেন বলতে চায়
স্টোরি মিরারের জাহাজে বসে ভাসছি মোরা
স্টরি মিরারের পাঠকেরা আজ আত্মহারা
দিনের শেষে পরীর দেশে ওগো যাচ্ছি ভেসে
লেখক-পাঠকের হৃদয় হয়তো যাচ্ছে মিশে
চোখে ভরা একরাশ ওগো স্বপ্নের মায়া
স্টোরি মিরার বিস্তারিত করে যে তার কায়া লেখনি মোদের রুদ্ধি মন্ত হয় যে এখানে
স্টোরি মিরার গুনগুন করে সবখানে ।।
