ওই গ্রাম ডাকছে
ওই গ্রাম ডাকছে
গ্রামের মাটি ডাকে যে ওই তার ছেলেদের
ফিরতে বলে তার কোলে
পড়াশোনা করতে গিয়ে শহরে বিদেশে
কার মোহে বাঁধা পড়ে থেকে গেলে
যুবকদের সে তো বানিয়ে ফেলে ভেঁড়া
ঝিলমিল রূপ-রঙ চো চারিদিকে শুধু ভরা অনিন্দ্য প্রকৃতিখের ইশারায়
কিভাবে বুঝবি গো তোরা ধীরে ধীরে শুষে নেয়
সরলি নিষ্পাপ তোদের আনন্দের উৎস
যন্ত্রমানব হয়ে যাস 'আধুনিক শব্দটির ভিতরে
আজও ডাকে তোদের, তোদের সেই গ্রাম
চারিদিকে সুধা ভরা অনিন্দ্য প্রকৃতি
পুকুরের শালুকফুল , ঝরনার জল
ফুলের মহকে ভরা চৈতালি রাত
শহরে চারিদিকে মনে হয় যেন সবাই নিজের
সবখানে কার্য নেওয়া শঠ প্রীতি
ফিরে আয় ফিরে আয় বাবুসোনা তোদের গ্রামের মাটিতে
সবার মুখেই দেখবি যে সেই নিষ্পাপ হাসি
জীবনের সুখ-দুঃখ সময়ের সাথী
কাগজ খুলে বসে না এখানে প্রজাপতি
গুনগুন সুরে আর গান গায় না ভোমরা
সোনার ফসলে এখানে
ফুলে ফুলে মহক
কত পর্ব পরবানি আর আবির খেলা রং বেরঙ্গের
তোরে ফিরে আয় তোরা ফিরে আয়
গ্রাহাম যে তোদের জন্যই তাকিয়ে বসে রয়েছে
অশ্রুভেজা আঁচলে তোদেরই তো ডাকছে।।
