ও মেয়ে তুই নষ্ট নোস
ও মেয়ে তুই নষ্ট নোস
হিমেল হাওয়ার দিকবদল,সবুজের হাতছানি,
পর্ণমোচীর নতুন মুকুল,সুখের কিরণ টানি।
বুকের মাঝে কিসের আগুন জ্বালায় দীর্ঘশ্বাস,
আশায় যে তার দেখেছিলি নিজের সর্বনাশ।
বালিয়াড়ির ঝড় যে দেখি,উষ্ণ ফাগের বুকে
বালিশ চেপে গোপন করিস,ঋণভরা চিবুকে।
অক্ষাংশ আর দ্রাঘিমা টানিস,নগ্ন শোকের গায়,
ফাগুন বুঝি পথ হারাল,তোরই অপেক্ষায়।
ও মেয়ে তুই দিক ভুলেছিস স্মৃতির উজানস্রোতে?
ভাঁটার চিঠি উড়িয়ে দে না ,পরিযায়ী বিস্মৃতে।
ও মেয়ে তুই মাখতে পারিস, বৃষ্টি রোদেল সোহাগ,
ইমনের তার ছিঁড়ে ফেলে দিয়ে, বাঁধিস নতুন বেহাগ।
পরশমণির শিখায় যে আজ ,থামল বজ্ররোষ,
ভোরের পাখি বলে যায় ডেকে,ও মেয়ে তুই নষ্ট নোস....