নতুন শুরু হোক
নতুন শুরু হোক


এ বৈশাখে বর্ষা এলো হঠাৎ করেই।
শীতল জলে ভিজলো তোমার ফ্ল্যাটের চূড়ো।
বেশ কিছু মাস খরায় থাকা নীল পাঁজরে,
দামাল হাওয়া দেয় ঢুকিয়ে জলের গুঁড়ো।
তাই তুমি আজ বারান্দাতে।দেখছো দূরে।
একলা প্রেমিক হঠাৎ কেমন বৃষ্টি নামায়।
যে সব বৃষ্টি এই পৃথিবীর সবটা ঘুরে,
দমচাপা সব দুঃখগুলো বিদায় জানায়।
আর ভেবো না।মোবাইলেই বার্তা পাঠাও,
আবার কোথাও করবে দেখা ভুলে প্রাচীন-
ইগোর লড়াই।আবার দুজন সময় কাটাও,
আগের মতোই।ভালোবাসো।দেখুক সবাই।