নিলয় কেন্দ্রিক
নিলয় কেন্দ্রিক
আমার মধ্যে থমকে গেছি রাতদিন।
শহর জুড়ে সবাই শুধু ছুটছে।
গলির মোড়ে একলা ভেজে ডাস্টবিন।
এবার বর্ষা পুরোনো পাপ ধুচ্ছে।
এক প্রেমিকা, দু প্রেমিকায় দিন পাত।
হাতের মুঠোয় নেটফ্লিক্স আর হইচই।
শিরায় শিরায় ছুটতে থাকা জসবাত,
আমরা সবাই কার যেন কী হই?
সে সব হওয়া অনেক দূরে থাকে।
মনের ঘরের মনটা আজও ফাঁকা।
আমরা শুধু খুঁজেই গেছি তাকে,
যার নিলয়ে ভালোবাসা রাখা।