Kaustav Roy

Romance Tragedy Classics

3  

Kaustav Roy

Romance Tragedy Classics

নিলয় কেন্দ্রিক

নিলয় কেন্দ্রিক

1 min
11.6K


আমার মধ্যে থমকে গেছি রাতদিন।

শহর জুড়ে সবাই শুধু ছুটছে।

গলির মোড়ে একলা ভেজে ডাস্টবিন।

এবার বর্ষা পুরোনো পাপ ধুচ্ছে।


এক প্রেমিকা, দু প্রেমিকায় দিন পাত।

হাতের মুঠোয় নেটফ্লিক্স আর হইচই।

শিরায় শিরায় ছুটতে থাকা জসবাত,

আমরা সবাই কার যেন কী হই?


সে সব হওয়া অনেক দূরে থাকে।

মনের ঘরের মনটা আজও ফাঁকা।

আমরা শুধু খুঁজেই গেছি তাকে,

যার নিলয়ে ভালোবাসা রাখা।


Rate this content
Log in

Similar bengali poem from Romance