নারী দিবস
নারী দিবস
শেষ রাতের অন্ধকারে
ছুটে চলা ট্রেনে
অসময়ের বলিরেখায়
খুঁজে ফেরে দিনটাকে।
কয়লা খাদানে অশক্ত শরীরে
বাসা বাঁধে ঘূণ পোকা,
কানে কানে বলে যায়
নারী তুই লড় একা।
তবু ধোঁয়া ওঠা চায়ে
ঝড় ওঠে নারী দিবসে,
আছড়ে পড়ে না ঝড়
ভোরের ট্রেনে কয়লা খাদানে,
গার্হস্থ্য হিংসায় কিংবা
নারী দেহলোভী পিশাচ দলে।
ক্ষয়িষ্ণু দেহ, আধপোড়া শরীর
আজও আর্তনাদ করে
নারী তোর কিসের দিন?
ককপিট,চক ডাস্টার,
স্টেথো কিংবা স্টেন গানে?
বিজয় কেতন উড়িয়ে তুই
ভাবিস বুঝি এগিয়েছিস?
ভাবলি রে ভুল ভাবলি তুই
পথ চলার যে শেষ নেই।
নারী নয় মানুষ তুই
ভাবতে এবার শেখ সবাই।
থাকবে না তোর একটি দিন
নারী দিবস হোক প্রতিদিন।
