STORYMIRROR

Sanhita Ghosal

Classics Inspirational

4  

Sanhita Ghosal

Classics Inspirational

মা আমার

মা আমার

1 min
222


      পৃথিবীর আলো দেখার আগে

        সম্পর্ক শুরু তোমার সাথে,

         জীবন পথে চলতে গিয়ে 

        পেয়েছি তোমায় বহু রূপে।


          শৈশবে মা ছিলে তুমি 

         আমার মনের অবলম্বন,

          নীতি শিক্ষা দিতে তুমি

          করলে সীমা লঙ্ঘন।

           

         কৈশোরেতে বন্ধু হলে

          দেখালে নতুন পথ,

        প্রকাশ করতে শেখালে

         তুমি নিজস্ব মতামত।


        যৌবনের ভাঙা গড়ায়

          মেঘ জমেছে মনে,

     কোলে মাথা রাখলে পরে

          বৃষ্টি হয়ে ঝরে।

       

      জীবন পথে চলতে গিয়ে

         সময় হল পার,

       তবু তুমি পাশে থেকে

       সাথে ছিলে আমার।

        

       এখন আমি বন্ধু হয়ে

       ধরেছি হাত তোমার,

        চিরন্তন এই সম্পর্ক

       থাকুক তোমার আমার।



Rate this content
Log in

Similar bengali poem from Classics