ভালোবাসা
ভালোবাসা
তোমায় সকল কিছু
দিতে পারে দুহাত খানি
তোমার কুন্ঠা আছে যত
ঢাকে মোর আঁচলখানি ।
কাজল চোখে তবু আসে
নোনা জলের প্লাবন
মেঘলা দিনে সখা তুমি
দিও মোরে বাঁধন।
রাত গভীরে স্মৃতি যত
ডানা মেলে ধরে
হৃদয়দীঘির পাড়ে আজও
জোনাক হয়ে জ্বলে।

