অন্য শরৎ
অন্য শরৎ
তুমি সাজো রেশম কাপড়
তাঁত কিংবা জামদানী,
আমার শরীর ঘিরে তখন
শুধুই টুকরো কাপড় খানি।
কফির কাপে ককটেলেতে
তোমার শারদ আবাহন
খিদের জ্বালায় বাঁচতে গিয়ে
করছি শারদ উদযাপন।
ফুটপাথের ঐ ধুলো যত
আমায় সাজায় ভরে ভরে,
সুগন্ধি আর রঙের থেকে
আছি আমি বহু দূরে।
দুর্গা পুজো তোমার কাছে
সেলফিতে আটকায়,
আমার কাছে দুগ্গা মা তো
বাঁচার রসদ জোগায়।
নিয়ন আলো ঝাড়বাতিতে
প্রদীপখানি আমার
আড়ালেতে রয় কটা দিন
লড়াই করে আবার।
বর্ষা মেঘে কাশের বনে
শরৎ তবু আসে,
ফুটপাথের এই জীবন তবু
মরা গাঙে ভাসে।
