STORYMIRROR

Sanhita Ghosal

Abstract Tragedy Others

3  

Sanhita Ghosal

Abstract Tragedy Others

অন্য শরৎ

অন্য শরৎ

1 min
195


          ‌   তুমি সাজো রেশম কাপড়

            তাঁত কিংবা জামদানী,

            আমার শরীর ঘিরে তখন

            শুধুই টুকরো কাপড় খানি।


            কফির কাপে ককটেলেতে

             তোমার শারদ আবাহন

           খিদের জ্বালায় বাঁচতে গিয়ে

             করছি শারদ উদযাপন।

              

            ফুটপাথের ঐ ধুলো যত

           আমায় সাজায় ভরে ভরে,

            সুগন্ধি আর রঙের থেকে

             আছি আমি বহু দূরে।

           

           দুর্গা পুজো তোমার কাছে

             সেলফিতে আটকায়,

           আমার কাছে দুগ্গা মা তো

            বাঁচার রসদ জোগায়।


          নিয়ন‌ আলো ঝাড়বাতিতে

             প্রদীপখানি আমার

           আড়ালেতে রয় কটা দিন

            লড়াই করে আবার।

           

          বর্ষা মেঘে কাশের বনে

             শরৎ তবু আসে,

         ফুটপাথের এই জীবন তবু

            মরা গাঙে ভাসে।



साहित्याला गुण द्या
लॉग इन

Similar bengali poem from Abstract