সুভাষ ও স্বাধীনতা
সুভাষ ও স্বাধীনতা
দু চোখে স্বাধীনতার স্বপ্ন নিয়ে
ঘর ছেড়ে ছিলাম আমি,
ছদ্মবেশে হয়েছিলাম দেশান্তরী
বৃটিশ শৃঙ্খল ভাঙা
দেশবাসীর কাছে রক্ত চাওয়া
স্বাধীনতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ
সেই সুভাষ বলছি।
মধ্যরাতের অন্ধকারে হারিয়ে যাওয়া আমি
দেখেছিলাম দ্বিখণ্ডিত দেশের জন্ম,
একরাশ নিভৃত হাহাকারে
স্বাগত জানিয়ে ছিলাম স্বাধীনতাকে।
দেখেছিলাম স্বপ্নের ভারত
যেখানে খাদ্য, শিক্ষা,কর্মে
থাকবে সমানাধিকার, থাকবে স্বাধীনতা।
আমি আজও দেখি সেই স্বাধীনতাকে
বিবর্ণ ফুটপাথের শৈশবে
উদয়াস্ত পরিশ্রমে কুঞ্চিত মুখে
কিংবা অপরাহ্নে ম্লান আলোর মত প্রাণে।
সীমান্তে রক্ত ঝরলে আজও আমি আর্তনাদ করি
স্বাধীনতা তুমি আছো?
শহীদের লাল রক্তে
তোমায় খুঁজে চলি নিরন্তর।
আর কত পথ চললে
পাবো তোমায় স্বাধীনতা?
ভাবো স্বাধীনতা ভাবো
আমার স্বপ্ন আজ বাস্তব
নাকি শুধুই মরীচিকা?
তোমার খোঁজে ঘরছাড়া
আমি সুভাষ বলছি
ভাবো স্বাধীনতা ভাবো।
