STORYMIRROR

Sanhita Ghosal

Children

4  

Sanhita Ghosal

Children

বাঁচাও পরিবেশ

বাঁচাও পরিবেশ

1 min
302

    

          গড়তে গিয়ে নগর আজি

            উজাড় হচ্ছে বনভূমি

         নদী হয়েছে বিষের আধার

           নষ্ট হয়েছে বহু জমি।

      

       গাছ-গাছালির কলতান আজ

          হারিয়ে গেছে কোথায়,

        শহর জোড়া হাইরাইজ সব

           আকাশ ঢেকে দেয়।

           

           অতি বৃষ্টি অনাবৃষ্টি 

           চলছে বছর জুড়ে,

       পরিবেশ আজ মুক্তি চায়

          একটু বাঁচার তরে।

       

          সবুজায়নের জন্য আজ

         বৃক্ষ রোপন করব মোরা

         বাঁচবে মোদের পরিবেশ

           রক্ষা পাবে ধরা।



Rate this content
Log in

Similar bengali poem from Children