শরতের ইতীকথা
শরতের ইতীকথা

1 min

16K
আকাশ জুড়ে খুশির হাওয়া
শরৎ মেঘের নৌকা বাওয়া।
শিউলি ফুলে পথ যে ছাওয়া
নতুন সাজে নতুন চাওয়া।।
আসছে আবার পুজোর ছুটি
আর ছোবো না তখন পুঁথি।
দল বেঁধে চল স্বপ্ন লুটি
হরেক মজায়ে ভরবে মুঠি।।
বাড়ির পাশে মাঠের পরে
বাঁশ কাপড়ে পাহাড় চড়ে।
তার ভিতরে এক নাগারে
কুমোর দাদু মূর্তি গড়ে।।
ভোর বেলাতে শীত কাপুনি
কে খুলে দেয়ে চোখ দুখানি।
শিউলি ফুলের চাদর বুনি
কাশ বনেতে দুলদুলানি।।