STORYMIRROR

Atanu Ganguly

Abstract Children

3  

Atanu Ganguly

Abstract Children

শরতের ইতীকথা

শরতের ইতীকথা

1 min
31.6K


আকাশ জুড়ে খুশির হাওয়া

শরৎ মেঘের নৌকা বাওয়া।

শিউলি ফুলে পথ যে ছাওয়া

নতুন সাজে নতুন চাওয়া।।


আসছে আবার পুজোর ছুটি

আর ছোবো না তখন পুঁথি।

দল বেঁধে চল স্বপ্ন লুটি

হরেক মজায়ে ভরবে মুঠি।।


বাড়ির পাশে মাঠের পরে

বাঁশ কাপড়ে পাহাড় চড়ে।

তার ভিতরে এক নাগারে

কুমোর দাদু মূর্তি গড়ে।।


ভোর বেলাতে শীত কাপুনি

কে খুলে দেয়ে চোখ দুখানি।

শিউলি ফুলের চাদর বুনি

কাশ বনেতে দুলদুলানি।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract