শিশু দিবস
শিশু দিবস
ছোট্ট শিশু পথের ধারে
ঘুরছে দেখো ওই
একটা বোঝা কাঁধে লয়ে
প্লাস্টিক কুড়োয়।
সেই শিশুটা পেটের জ্বালায়
ডাস্টবিন খোঁজে
ফেলে দেওয়া পাউরুটি টা
মুখে গোঁজে।
স্টেশন ধারে বাচ্চা গুলো
ভিক্ষা মাগে রোজ;
শিশু দিবসে কেউ কেন
নেয়নি তাদের খোঁজ?
