ঘরের লক্ষী
ঘরের লক্ষী
লক্ষী মাকে চাই সকলে
তাইতো পুজো হচ্ছে,
ঘরের লক্ষী তবু কেন
এতো সাজা পাচ্ছে?
নিজের মেয়ে লক্ষী হয়ে
থাকুক পরের ঘরে;
তবে কেন বাড়ির বউ
থাকে অনাহারে?
যে ঘরে কাঁদে সদায়
ঘরের কোজাগরী,
অন্নাভাব থাকে তাদের
অভাব টাকা-কড়ি।
বউ যেদিন বউ না হয়ে
ঘরের মেয়ে হবে,
বিনা পুজোই ঘরের লক্ষী
প্রতি ঘরে রবে।।
