STORYMIRROR

Mahadev Nandi

Inspirational

2  

Mahadev Nandi

Inspirational

মনুষ্যত্ব

মনুষ্যত্ব

1 min
117

মনের মাঝে সততার 

স্থায়ী বসবাসে,

মানুষরূপী দেবতা সে

সবার মনে আসে।

সেই জন্য শান্তি মনে

সততার আরাধনে,

সুদ্ধ মনের প্ররণা স্বয়ং 

করুন জনে জনে।

সভ্য থাকার প্রেরণাতে

সমাজ নির্মল হয়,

তবেই হবে এই সমাজের 

  মনুষ্যত্বের জয়।



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational