STORYMIRROR

Mahadev Nandi

Comedy Children

4.0  

Mahadev Nandi

Comedy Children

লুঙ্গি-ধুতি

লুঙ্গি-ধুতি

1 min
237


লুঙ্গি - ধুতি ঝগড়া লেগে

বিরাট ঝামেলা

ঘন্টা ঘন্টা বচসা চলে

প্রায় দু'বেলা। 

লুঙ্গি নাকি ধুতির কাছে

অহংকারে বলে,

মানুষ এখন দিনে রাতে

তাকেই নিয়ে চলে।

ধুতির কোনো কদর নেই

বাঙালির ঘরে, 

তাইতো মানুষ ধুতি ছেড়ে

লুঙ্গিকেই পরে।

সব শুনে ধুতি মশায়

নড়ে চড়ে বসে,

সাদা মনে কাঁদা নেই

বললো মুচকি হেসে।

আমি ছাড়া মানুষ অচল

 ভেবেছো ভায়া,

ধুতি বাদে বিয়ে মানে

অমঙ্গলের ছায়া।

এই নিয়ে লুঙ্গি-ধুতির

লাঠালাঠি শুরু,

সব দেখে বাঙালিদের

বুক দুরুদুরু। 

সমাজে ছোটো বলে

কোনো কিছু নাই

সবাই সমান সবার কাছে

জেনে রেখো ভাই।।



Rate this content
Log in

Similar bengali poem from Comedy