লাল টুকটুকে বুড়ো
লাল টুকটুকে বুড়ো
পুঁটি রানির বড়ো শখ
বউ সাজাবে বরকে,
জোর করেই এলো দিন
জিতলো পুঁটি তর্কে।
পুঁটির বর, বউ সেজে
ঘোমটায় মুখ ঢেকে;
লজ্জায় মুখ লাল হয়েছে
পাড়ার লোককে দেখে।
মাথায় তার নকল চুল
খোঁপায় ফুল গাঁথা,
লাল টুক কপালেতে
মেয়েলি গলায় কথা।
লেহেঙ্গাটাও লালে লাল
হাত ভর্তি চুড়ি,
লাল রঙের লিপস্টিকে
লাগছে বয়স কুড়ি।
তাকে দেখতে ভিড় করেছে
লোক হয়েছে জড়ো,
সবাই তারে নাম দিয়েছে
লাল টুকটুকে বুড়ো।।
