STORYMIRROR

Mahadev Nandi

Fantasy Inspirational

4.0  

Mahadev Nandi

Fantasy Inspirational

জীবন নদী

জীবন নদী

1 min
272


জীবনটা ঠিক নদীর মতো

বয়ছে এঁকেবেঁকে, 

শক্ত পাথর চূর্ণ করে

যাচ্ছে মৃত্যুলোকে।


প্রথম প্রথম প্রবল গতি

থাকে নদীর জলে,

যৌবনতার বেগে তখন

বাঁধন ভেঙ্গে চলে।


জীবনকালের বর্ষা যখন

মানবদেহে নামে,

ভাসে তখন নদীর দু-পাড়

ডাইনে এবং বামে। 


প্রধান নদীর জন্যে সদায়

অনেক পেট চলে,

কখনো বা গ্রাম ডুবে যায়

নদীর অথৈ জলে।


বৃদ্ধ নদী শেষ জীবনে

গতির ক্রমহ্রাসে,

জীবন অঙ্কের গভীরতায়

মোহনাতে মেশে।।



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy