ঘাসফড়িং
ঘাসফড়িং
চারিদিক ঝলমলে
সবুজে মাখামাখি,
ওদিকে রাখল ছেলে
আকাশের উড়ো পাখি।
ঘাসের শিশে শিশির কণায়
হীরক চমৎকার,
বুনো হাঁস আনমনায়
বুনছে অহংকার।
শুকনো ঘাসে লুকিয়ে আছে
ঘাসফড়িং এর দল,
সবুজ ঘাসে হলুদ সাজে
সৌন্দর্যের ঢল।
