STORYMIRROR

Saikat Das

Abstract Others

3.8  

Saikat Das

Abstract Others

করোনা

করোনা

1 min
115



 কাটছিলো বেশ দিনগুলো

কাজের সাথেই জুড়ে,

হটাৎ এসে জীবাণু ছুলো

কাজকে দিলো সে মুড়ে।

অফিস আদালত বন্ধ সবই

ট্রেনও গেছে থেমে,

পুরোনো সব দেখছি ছবি

কল্পনা থেকে নেমে।

মন্দির- মসজিদ ঘুমিয়ে তখন 

বিজ্ঞান ছিল জেগে,

ধর্ম করে জাত বিভাজন

গুরু বললো রাগে।

কাজ ছিলনা, সাজ ছিলনা

পকেটে ছিল টান,

পেটের খিদের স্বাদ ছিল না

বেরোচ্ছে কষ্টে জান।

আনলকের এই ডামাডোলে 

নিরন্ন মানুষ আওয়াজ তোলে।

কাজ হারাচ্ছে বৃদ্ধ কিবা শক্তিশালী যুবক

রাজনীতির এই নিত্য খেলায়

সরকারের আর নড়ছেনা টনক।।

                   -


Rate this content
Log in

Similar bengali poem from Abstract