STORYMIRROR

Nityananda Banerjee

Comedy Romance Others

3  

Nityananda Banerjee

Comedy Romance Others

মুগ্ধতা

মুগ্ধতা

1 min
182

ভাসালে যেদিন শুষ্ক এ' মোর রুক্ষ বক্ষটিরে ,

ভরালে প্লাবণে আকাশভাঙা তপ্ত অশ্রুনীরে ,

আমি হেরি তাহে অবাক বিস্ময়ে উদাস মনে,

হরিৎ বনানী চাহে যে আপনি শুভ সন্ধিক্ষণে ।

হাসালে যেদিন মনোবীণে মোর সুরের ধারায়,

মলিন আলোকে মর্ত্য লোকের তন্দ্রা হারায় ।

স্নিগ্ধ শীতল উছল বারির নির্ঝরময় চন্দ্রাতপে,

আমার নয়ন কোন করুণার কামনা ভরা মালা জপে।

বিস্ময় জাগে স্বপ্নরাজ্যে বিচরণ করি ভীরু ভাবনায়,

এমন সুমন রহমানি বাণী এই জীবনে আর পাব নাই।

প্রভাত কিরণ যত মনোরম তার চেয়ে যেন অবাক লাগে,

হৃদয়ে আমার অজানা জগত দরশনসম বিস্ময় জাগে ।

অকিঞ্চনে ভালবাসা দিলে অকারণ কোন করুণা দিয়া,

মুগ্ধ আবেশে ভ্রমি সেই দেশে খুঁজিতে মোর পরাণপিয়া ।


Rate this content
Log in

Similar bengali poem from Comedy