STORYMIRROR

Nityananda Banerjee

Comedy Romance Classics

3  

Nityananda Banerjee

Comedy Romance Classics

মনপাড়াতে

মনপাড়াতে

1 min
173


একটু যদি বৃষ্টি হোতো আজ ;

মন পাড়াতে জমত সবুজ মেলা,

বাদল কালো মেঘের যত লাজ ;

পড়ত ঝরে; ভাসিয়ে দিতাম ভেলা।

সকাল থেকে বইত ঝড়ো হাওয়া ;

কুসুম কানন দুলত দোদুল দুল ,

ভুলে গিয়ে মনের চাওয়া পাওয়া ;

মেলত যদি কাজলা মেয়ে চুল ।

খুশির আকাশ আজকে সাঁঝের বেলা ;

খুকু আমার বাধা বাঁধন ছিঁড়ে,

অচেনা এক নতুন জীবন ভেলা ;

ভাসিয়ে দিবে আমার আঁখি নীরে।

বর এসেছে বরকন্দাজ নিয়ে ;

ঘোড়ায় চড়ে নাগরা জুতো পায়ে,

সঙ্গীরা সব নাচে সারি দিয়ে ;

বেনারসী চাপল খুকুর গায়ে ।

আলতা

পায়ে ছাদনা তলায় এসে;

বসল খুকু সাতটি পাকের ফেরে,

আমি তখন একটু মুচকি হেসে ;

কইনু তারে 'মা লক্ষ্মী' যে রে !

গান বাজনা সানাই ঢাকের তালে ;

হারিয়ে গেল আমার করুণ মুখ,

উঠল শশী নীল গগনের চালে ;

বুকে তখন বিশ্ব ভরা সুখ ।

খাওয়া দাওয়ার ঢালাও জোগান দিতে ;

খরচপাতির ছিল নাকো অন্ত,

আমার খুকু বিয়ের মজা নিতে ;

দিচ্ছে পাড়ি যেন পথ অনন্ত ।

বিয়ের মজা নিমন্ত্রিত পাড়া প্রতিবেশীর ;

হৈ-হুল্লোড় বাদ্য উলুধ্বণির ,

বিয়ের মজা গায়ের মাংসপেশীর ;

হিমায়িত জমাট বাঁধা পণীর ।



Rate this content
Log in

Similar bengali poem from Comedy