মহাসাগর দিবস
মহাসাগর দিবস
1 min
11.9K
মহাসাগর তুমি নামে মহান,
কাজে মহান, দাও মানবে কতো;
অক্সিজেন বাঁচাতে প্রাণ, জানি।
দূষণ ঘটেছে তোমার বুকে,
এলো জলবায়ুতে পরিবর্তন ;
হলো জীববৈচিত্র্যে ক্ষতিসাধন।
আজি মানুষকে করতে সচেতন,
ঘোষিত হল যে আটোই জুন,
আন্তর্জাতিক মহাসাগর, দিবস।
মানুষ হোক সচেতন, নিক যতন;
নিজের মতো, করি আমি নিবেদন।