মেঘ বৃষ্টির পাহাড়
মেঘ বৃষ্টির পাহাড়
পাহাড় চূড়ায় মেঘ জমেছে
বৃষ্টি অবিরত
হিমেল হাওয়ায় মনে পড়লো
স্মৃতিরা অক্ষত ।
ঝিরঝির বা টুপটাপ
ভেজা মাটির সুখ,
গাঢ় সবুজে জলকণা
গাছ পাতার সিক্ত মুখ ।
&nb
sp; শীতের মেঘলা দুপুর,
খিচুড়ি আর একটু লেখালেখি,
লেপের নিচে বৃষ্টির গান
নিজের সাথে একাকী ।
উত্তর খোলা জানলা
বাতাসে ভাসিয়ে প্রাণ,
ঘরে ফেরার আশা
হৃদয় আনচান ।