STORYMIRROR

Manjula Acharya

Inspirational Others

3  

Manjula Acharya

Inspirational Others

লতা দিদি

লতা দিদি

1 min
127

ওগো কোকিল কণ্ঠী লতা দিদি আমার

কেন গেলে চলে ছেড়ে বিশ্ব দরবার

সারা বিশ্ব যে আজ দুঃখে ম্রিয়মাণ

গানের তরে সমর্পণ ছিল তব প্রাণ  ।

১৯২৯, ২৮শে সেপ্টেম্বর ধরাধামে তব অবতরণ 

প্রাণ স্পর্শী সঙ্গীতে হরিলে যে জন মন 

৩৬টি ভাষায় ওগো শুনিয়েছ সুললিত গান


 

আমোদিত করেছ কোটি কোটি জনতার মন প্রাণ

ভারতের নাইটিঙ্গেল তুমি, তুমি যে সবারই প্রিয়

আট দসন্ধি ধরে করেছ সবার মন জয়

সঙ্গীত জগতের তুমি যে অমলিন ধ্রুবতারা

তোমার বিদায় বেলায় শোকে মূর্ছিত জগত সারা

ভারতীয় সৌন্দর্য ও নির্যাসে ভ রা তোমার সংত

ভারত রত্ন এ ভূষিতা তুমি গো, তুমি যে অমৃত

ছয়টি বিস্ববিদ্যালয়ের ডক্টরেট উপাধি তে তুমি মন্ডিত  

প্রভুকুঞ্জ বাসভবনে বিরাজে অদ্ভূত সে নীরবতা

জাতীয় পতাকায় আচ্ছাদিত তব মর শরীর 

তুমি কিম্বদন্তী কলাকার ভারতীয় সংস্কৃতির

অতুলনীয় কৃতিত্বে তুমি যে সদা বন্দিতা

ভারতের বাণী কন্যা, তুমি নন্দন নন্দিতা

তোমার সঙ্গীতের মূর্ছনা রইবে চিরকাল

তোমার সুমধুর সুর করেছে জয় মহাকাল

যতদিন থাকবে আকাশে সূর্য্য, চন্দ্র ,তারা

তোমার নামও থাকবে অমর , বাজবে হৃদয় সারা


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational