কষ্টের স্বাধীনতা
কষ্টের স্বাধীনতা
যে স্বাধীনতা ছিল আমাদের অধিকার,
কখন হয়ে গেলো সে এক দয়ার দান,
অনুভব করতে পারিনি আমরা তার।
যে স্বাধীনতা অর্জনের জন্য বিপ্লবীরা
হাসতে হাসতে বিসর্জন দিয়েছে প্রাণ,
যে স্বাধীনতার জন্য মায়েরা হারিয়েছে সন্তান,
স্বাধীনতার এই উত্তর পর্ব ছিল না কাম্য তার।
যে স্বাধীনতা স্বপ্ন দেখায় নির্মল ভবিষ্যতে,
জাগায় ভ্রাতৃভাবের বন্ধন সুদৃঢ় করার বাসনা,
যে স্বাধীনতা দেয় আমাদের মানুষ ভাবার আশ্বাস,
সে স্বাধীনতা তুলে দিয়েছি কিছু অর্থলোলুপ হাতে।
অর্জিত স্বাধীনতা বাড়িয়ে তুলেছে লোভ,
ক্ষমতা দখলের অভ্যন্তরীণ লড়াই,
মানব প্রকৃতি গর্বে জানায় ছিনিয়ে নেবার বড়াই।
ভালোবাসা নেই, দয়ামায়া হীন মন যে সদাই ক্ষিপ্ত,
সহনশীলতা, বিনম্রতা, গুণগুলি সব লুপ্ত।
এই স্বাধীনতা গড়ে তুলেছে আমায় স্বার্থপর,
নিজের আখের গোছানোর তরে আত্মীয় হয় পর।
আমরা শিখেছি লোক ঠকানো, বাড়াইনা সাহায্যের হাত,
হিংসা দেশে পূর্ণ প্রাণে কাম,ক্রোধ, লালসা পেয়েছে সাথ।
কুটিল শয়তানী মন বর্তমানের রূঢ় বাস্তব।
অন্য দিনের মতো পনেরোই আগস্ট নিছকই একদিন,
গর্বের ভাষা হারিয়ে গেছে, সমাজের দুর্দিন।
